
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে কুড়িগ্রামের চিলমারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, চিলমারী মডেল থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংকৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি বের হয় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে পরিষদ হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু,চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক প্রমুখ। পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপর দিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা, ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।