
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে সাধারণ জনগণের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে র্যাব-৩।
রোববার (১৭ মার্চ) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মো.শামীম হোসেন জানান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ,সন্ত্রাসী,খুনি,বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী,অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা সচেষ্ট রয়েছে। এর পাশাপাশি দরিদ্র, নিপীড়িত,দুঃস্থ ও গরিব দুঃখী মানুষের বিভিন্ন মানবিক প্রয়োজনে সর্বদা পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করছে।
তিনি আরও জানান,এরই ধারাবাহিকতায় আর্ত মানবতার সেবায় সাধারণ জনগণের সহায়তার লক্ষ্যে র্যাব-৩ অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, মসজিদ, মন্দির ও বিহারে আর্থিক সহায়তা দান, এতিম বাচ্চাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ,অসহায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান ও নগদ আর্থিক সহায়তা প্রদান,এমনকি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। এছাড়াও বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন মার্কেটে ও বাসা বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তাসহ সার্বিক সহযোগিতা করে আসছে।
মানবিক কার্যক্রমের অংশ হিসাবে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে র্যাব-৩ এর তত্ত্বাবধানে শাহজাহানপুর ঝিলপাড় ক্যাম্পে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। এ পরিপ্রেক্ষিতে দিনব্যাপী ক্যাম্পেইনে চিকিৎসা সেবা গ্রহণ করেন বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক সাধারণ রোগীরা। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী রোগীদের বিভিন্ন ধরনের রোগগুলোর পরীক্ষা-নিরীক্ষা,ব্যবস্থাপত্র প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
ডিআই/এসকে