ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে পুলিশ স্টাফ কলেজের দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আজ রবিবার ( ১৭ মার্চ) সকালে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মল্লিক ফখরুল ইসলাম পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো.রেজাউল হক,ভাইস রেক্টর, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য প্রদান করেন কন্সটেবল মো.নাজমুল হক,এসআই (নি:) শেখ ফরিদ শিহাব, ইন্সপেক্টর লুনা বেগম, সহকারী পরিচালক সিয়াম রহমান, পরিচালক (আরএন্ডপি) মোহাম্মদ শাহজাহান, এমডিএস (একাডেমিক) মো.গোলাম রসুল, এমডিএস (এডমিন এন্ড ফিনান্স) মো.মতিউর রহমান শেখ, এবং এসডিএস (এএন্ডআর) এস এম আক্তারুজ্জামান।

বক্তারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জাতির মুক্তির জন্য ত্যাগ-তিতীক্ষা ও সংগ্রাম, এবং ব্যক্তিগত জীবনের উপর আলোচনা করেন। বঙ্গবন্ধুর ছাত্রজীবন, স্বাধীনতার সংগ্রামে তার অবদান, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তার সাফল্যসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। বক্তারা বলেন, ফিদেল কাস্ট্রো, বাদশাহ ফয়সাল, গামাল আবদেল নাসেরসহ বিশ্বনেতারা বঙ্গবন্ধুর গুণগ্রাহী ছিলেন। তারা বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন এমন এক পুলিশ বাহিনী, যারা জনগণকে ভালোবাসবে, জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং দুর্দিনে জনগণের পাশে থাকবে। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শিশুদের ভালবাসতেন। তিনি শিশু আইন ১৯৭৪ প্রণয়ন করে শিশুদের সুরক্ষায় অনন্য অবদান রেখে যান। জাতীয় শিশু দিবস ২০২৪ এর প্রতিপাদ্য “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

প্রধান অতিথি ড. মল্লিক ফখরুল ইসলাম রেক্টর, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জীবন ছিল সংগ্রামময়। বঙ্গবন্ধুর মত একজন সৎ, নির্লোভ রাষ্ট্রনায়ক বিশ্বের বুকে বিরল। প্রধান অতিথি বলেন, শিশুদের সুষ্ঠু বিকাশের উপর নির্ভর করে জাতির ভবিষ্যত। একটি সুখী, সমৃদ্ধশালী ও আত্মমর্যাদাশীল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে শিশুদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সহায়ক শক্তি হিসেবে কাজ করার জন্য আত্মনিয়োগ করার জন্য আহবান জানান প্রধান অতিথি।

সভাপতি মো. রেজাউল হক পিপিএম তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের জীবনে বঙ্গবন্ধুর দেখানো আদর্শ এর অনুশীলন জরুরি। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য স্ব-স্ব অবস্থান থেকে শিশুদের কল্যাণে কাজ করতে আহবান জানান। আলোচনা সভার শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন পুলিশ স্টাফ কলেজে কর্মরত নায়েক খান হাসিবুর রহমান। দোয়ায় বঙ্গবন্ধু এবং তার পরিবারসহ ১৫ আগস্টে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজের এমডিএস, এসডিএস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ