
মহাসমাবেশ উপলক্ষে রাজধানীর আরামবাগ মোড়ে অস্থায়ী মঞ্চ তৈরি করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ট্রাকের ওপর এই মঞ্চ তৈরির কাজ শুরু করেন তারা।
সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার দিকে আরামবাগ মোড়ে তিনটি ট্রাক নিয়ে আসেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এর আগে আরামবাগে নটরডেম কলেজের সামনে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নিয়ে স্লোগান দেন। শাপলা চত্বরে যাওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু পুলিশের বাধার কারণে তারা এগুতে পারেননি।
এরপর দুপুর ১২টার দিকে আট থেকে ১০টি মাইক নিয়ে আসেন দলটির কর্মীরা। সঙ্গে মঞ্চ তৈরির জন্য নিয়ে আসেন বাঁশ। কেউ কেউ মঞ্চে ব্যানার টানান।
আরামবাগ মোড়ে তারা সমাবেশ করবেন বলে জানিয়েছেন জামায়াতের নেতাকর্মীরা।
ডিআই/এসকে