ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন

আশ্রয়ণে শান্তির জীবন

নওগাঁর আত্রাইয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বদলে যাচ্ছে এক সময়ের গৃহহীনদের জীবনমান। সেখানে বসবাসকারীরা সরকারি সহায়তার পাশাপাশি নিজ উদ্যোগে নানান কর্ম করে অতীতের দুঃখ কষ্টকে ঝেরে মুছে নতুন করে সাজাচ্ছে জীবন। একটা সময় তারা তাদের পরিবারের সদস্যদের পেটের ভাত জোগাড় করতে পারলেও ঘুমানোর কষ্ট লাঘব করতে পারেনি। তাদের মাথার ওপর ছিল ছাউনি, ছিল না মাথা গোজার ঠাঁই। আজ তারা করছেন স্বাবলম্ভী হওয়ার সংগ্রাম। গড়ছেন শান্তির জীবন।

তাদের এই সুযোগ করে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা এখন পাকা বাড়িতে শান্তির নিশ্বাস নিয়ে ঘুমাচ্ছেন। জেলা ও উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকিতে ক্রমেই উন্নতি হচ্ছে তাদের পরিবারের সদস্যরা, এ কথা জানিয়েছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।

সরেজমিনে গিয়ে উপজেলার শাহাগোলা, ভোঁপাড়া, পাঁচুপুর, মনিয়ারী, কালিকাপুর ও হাটকালুপাড়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা গেছে, সময়ের সাথে সাথে বদলে গেছে ছিন্নমূল মানুষের জীবনমান। তারা এখন বসবাস করছে আধুনিক সুবিধাসহ রঙিন টিনের পাকা বাড়িতে। সেই বাড়িতেই করছে মুদিখানার দোকান ও শাক-সবজির আবাদ। কেউবা করছে হাঁস মুরগি- গরু-ছাগল পালন।

আবার কোন কোন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা ভবিষ্যতের কথা চিন্তা করে গঠন করেছে সমবায় সমিতি। তারা আজ মনের আনন্দে সন্তানদের পাঠাচ্ছে স্কুলে। এখানে ছেলে-মেয়েদের বিনোদনের জন্য তৈরী করা হয়েছে শিশু পার্ক। মাঠ ও নদী সংলগ্ন আশ্রয়ন কেন্দ্রগুলোতে বসবাস রতরা বসতির দুশ্চিন্তা ছেড়ে প্রকৃতির মনোরম দৃশ্যে নিশ্চিন্ত মনে কাজ করে এগিয়ে নিচ্ছে সংসার। কাহারো সংসারে এসেছে নতুন অতিথি সেইসাথে এসেছে অর্থনৈতিক স্বচ্ছলতা। সবকিছু মিলিয়ে সরকারের দেওয়া সুবিধা পেয়ে খুশি বাঁধের ধারে কুঁড়েঘরে থাকা আশ্রয়হীন মানুষগুলো।

উপহারের ঘর পাওয়া সেলিনা,মরিয়ম, ময়না, মাহমুদ,কাদেরসহ অনেকেই জানায়, কিছুদিন আগেও ভাবেনি তারা নিজেদের সুন্দর একটা ঠিকানা হবে। তাদের স্বপ্নের নতুন ঠিকানা করে দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ থাকার কথা জানান তারা ।

শাহাগোলা ইউপি চেয়ারম্যান এসএস মামুনুর রশিদ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হতদরিদ্রদের বিস্ময়কর স্থায়ী ভাবে বসবাসের ব্যবস্থা করেদিয়েছেন এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস বলেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা তাদের জীবনমান উন্নয়নে নিজেরাই এগিয়ে এসেছেন। আমরা সরকারের পক্ষ থেকে তাদের সহযোগিতা করেছি। এই প্রকল্প বিশ্বের মানুষের কাছে একটি রোল মডেল। ভূমিহীনদের পুনর্বাসন করতে প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়নে পাশে আছেন সংসদ সদস্য। আছি আমরা।

শেয়ার করুনঃ