
রূপসায় সুধীজনের আয়োজনে অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম কে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান গত ১৬ মার্চ বিকেলে বাগমারা বনিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী সংবর্ধিত অতিথির সম্মানার্থে এক ইফতার পার্টির আয়োজন করা হয়।
রূপসা থানা ওসি তদন্ত মোঃ সিরাজুল ইসলামের বদলি জনিত কারণে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। তিনি ২০২১ সালে রূপসা থানায় যোগদান করে। সম্প্রতি তিনি বদলি হয়ে দাকোপ উপজেলায় যোগদান করবে বলে জানা যায়। এ সময় উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম, বাগমারা বনিক সমিতির সভাপতি আরাফাত হোসেন লিমন,রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মোঃ বেনজীর হোসেন,
বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভারত মৈত্রী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও রূপসা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ।
আরো উপস্থিত ছিলেন সাংবাদিক চন্দন ভট্টাচার্য্য , বিশিষ্ট সমাজসেবক শামীম চৌধুরী মিঠু, মোহাম্মদ মাসুম আলী, সাংবাদিক নাইমুজ্জামান শরীফ, চিও রঞ্জন সেন,বদিউজ্জামান, ভাইপো আলভি রহমান,মোঃ মাহফুজ জামিল, মোঃ ইয়াসিন শেখ প্রমুখ।