
কুড়িগ্রামে চোরাই গরু উদ্ধারসহ কুখ্যাত চোর মাসুদ’কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ মার্চ ) রাতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো.রুহুল আমীন।
তিনি বলেন,কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় আজ শনিবার ( ১৬ মার্চ) একটি চুরি মামলা রুজু হলে স্বল্প সময়ের মধ্যে অভিযান পরিচালনা করে আজ শনিবার দুপুরে রৌমারী থানাধীন বাওয়াইর গ্রামের কুখ্যাত চোর মো.মাসুদ রানা (২৮)’কে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের উপর ভিত্তি করে বাদীর চুরি যাওয়া বকনা গরুটি উদ্ধার করে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম।
তিনি আরও বলেন,গ্রেফতারকৃত মাসুদ অভ্যাসগত চোর। গরু চুরি হওয়ার কয়েক ঘন্টার মধ্যে চোরকে গ্রেফতারসহ চোরাই গরু উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। কুড়িগ্রাম জেলায় যে কোন প্রকার চুরি ও অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে