
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী’র নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনছর আলীর ৩ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।
শনিবার (১৬-ই মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত রূপগঞ্জ ইউনিয়নের ১.২.৩ নং ওয়ার্ডের ছয়টি গ্রামে নির্ণয়ের মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এ সময়ে তরঙ্গ নিউজ কে আনছর আলী বলেন আমার এই কার্যক্রম পুরো রমজান জুড়েই চলমান থাকবে রূপগঞ্জ ইউনিয়নের সকল নিম্ন আয়ের মানুষগণ আমার এই উপহার সামগ্রী পাবে।