ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

২০২২-২৩ অর্থ বছরে ৩৩৩ টি প্রকল্প বাস্তবায়ন করেছে পঞ্চগড় জেলা পরিষদ

পঞ্চগড় জেলা পরিষদ ২০২২-২৩ অর্থ বছরে ৩৩৩ টি জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রকল্প কমিটি ও দরপত্রের মাধ্যমে এডিপির অনুমোদিত ৪৬৮.৭৫ লক্ষ টাকার বরাদ্দ বাস্তবায়ন করা হয়। ১ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে বাস্তবায়ন করা এসব প্রকল্পের সুফল ভোগ করছে পঞ্চগড় জেলার মানুষ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, সামাজিক সংগঠন গুলোর ঘর নির্মাণ বা সংস্কার, কবরস্থানের প্রাচীর নির্মাণ, পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ, মসজিদ উন্নয়ন এর ন্যায় কাজের বাস্তবায়ন করেছে পঞ্চগড় জেলা পরিষদ। তাছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে ছোট ছোট বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। স্থানীয়রা জানান, পঞ্চগড় জেলা পরিষদের ছোট ছোট বিভিন্ন প্রকল্পের আওতায় শিক্ষা উপকরণ বিতরণ, অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের সুফল আমরা পাচ্ছি। প্রতি বছর অনেক মসজিদের ছাদ নির্মাণ, অযুখানা নির্মাণ, টয়লেট নির্মাণ, শ্রেণীকক্ষ সংস্কারের কাজ করা হয়। এগুলো অল্প টাকা বরাদ্দের কাজ হলেও সাধারণ মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। জেলা পরিষদ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রকল্প কমিটির মাধ্যমে যেসব কাজ করা হয় সেগুলো থেকে আয়কর ও ভ্যাট বাবদ শতকরা ১০.৫০ ভাগ কর্তন করে রাখা হয়। আবার দরপত্রের মাধ্যমে যেসব কাজ করা হয় সেগুলোতে শতকরা আয়কর ও ভ্যাট বাবদ ১০.৫০ ভাগ, লিজ ৫ ভাগ, ঠিকাদারের জামানত কর্তন ১০ ভাগ, ঠিকাদারের লাভ ও লেবার খরচ ২০ ভাগ সহ মোট ৪৫.৫০ ভাগ ব্যতিরেকে কাজ সম্পন্ন হয়। এ বিষয়ে পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান শেখ বলেন, ২০২১-২২ অর্থ বছরে ৩৯১ টি ও ২০২২-২৩ অর্থ বছরে ৩৩৩ টি জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

পাশাপাশি ২০২৩-২৪ অর্থ বছরের প্রকল্প অনুমোদন কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান সরকারের নানামুখী উন্নয়নের ধারায় পঞ্চগড় জেলা পরিষদ একের পর এক উন্নয়ন মূলক কাজের বাস্তবায়ন করে এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আগামীতেও এ ধরনের উন্নয়ন মূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি। বর্তমান সরকারের জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন স্থানীয় সাধারণ মানুষ।

শেয়ার করুনঃ