ঢাকা, বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
জীবননগর পদ্মগঙ্গা বিল নিয়ে মৎস্যজীবী সমিতির অভিযোগ
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৫
মগবাজারে ফ্লাইওভারের ল্যাম্প পোস্টের তার চুরি,চোর গ্রেফতার
ভাড়া বাসায় পুলিশের ইয়াবা ব্যবসা,ধরলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়,ভাইরাল ভিডিওর সেই যুবক আটক
হিরো আলমের বাবার মৃত্যু
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা স্বপন ও যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা গ্রেফতার
রাজধানীতে স্বামী-স্ত্রীর রমরমা ইয়াবা কারবার,গ্রেফতার ১
পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বোদা উপজেলা প্রেসক্লাবের হকিকুল ইসলাম সভাপতি ও লিহাজ উদ্দীন মানিক সম্পাদক
সাবেক ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাপ-চাচার বাড়িতে আবারো আগুন
বাগমারায় মোহনগঞ্জ কওমী মাদ্রাসার আয়োজনে ইসরাইল বিরোধী মানববন্ধন ও পণ্য বর্জণের ডাক
বাইক সার্ভিসিংয়ের দোকানে শিশুর পেটে হাওয়া ঢুকিয়ে হত্যা,আটক ১
নাজিরপুরে ফিল্মি স্টাইলে অস্ত্রের মহড়া; বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ১১
বাড্ডায় ১১ লাখ টাকা চুরি,কক্সবাজারে নারীসহ গ্রেফতার ৩

বাংলাদেশী শিক্ষার্থীদের প্রতারণার কাজে লাগাচ্ছে চাইনিজরা

অনলাইনে জুয়া,পণ্য বিক্রি ও মার্কেটিং সাইট খুলে বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিল চাইনিজ একটি চক্র। চক্রটির `১২ জনকে ইতোমধ্যে গ্রেফতারও করেছে ঢাকা মহানগর পুলিশ। তারই ধারাবাহিকতায় চক্রটির আরও তিনজনকে গ্রেফতার করেছে। তারা সকলে বাংলাদেশী। তারা চায়নায় অধ্যায়নরত। তারা হলেন-রাতুল,রাজু ও মামুন। এই তিনজন ছাড়াও বাংলাদেশী শিক্ষার্থীদের দিয়ে চাইনিজরা বিভিন্ন প্রতারণার কাজ করছে। তাদের কাজে লাগিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চাইনিজ সেই চক্র। তবে মুল ব্যক্তিরা এখনো অধরা। তিনজনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য বেরিয়ে এসেছে।

শুক্রবার রাজধানীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ( ১৬ মার্চ ) দুপুরে মিন্টো রোডে ডিবির নিজ কাযালয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন,চাইনিজরা যেহুতু এ দেশের ভাসা জানে না। তাই তারা বাংলাদেশী শিক্ষার্থীরা যারা সেখানে পড়তে যাচ্ছে (বিশেষ করে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়) তাদের তারা কাজে লাগাচ্ছে। কিছু শিক্ষার্থীকে সেখানে আবার কিছু দেশে পাঠিয়ে এ কাজ করছে। এজন্য যে বিকাশ, নগদ ও ব্যাংক একাউন্ট প্রয়োজন হয় সেই কাজটি সারছে বাংলাদেশী শিক্ষার্থীদের মাধ্যমে। আর যেসব শিক্ষার্থী এসব কাজ করছেন তারা সাময়িক লাভের আশায় এসব করছে।

তিনি আরও বলেন,আমরা যে তিনজনকে গ্রেফতার করেছি তারা সেখানে গিয়েছিল এবং সেই দেশের ভাষা শিখেছে। চক্রটির সাথে তাদের সখ্যতা গড়ে ওঠে। তাদের মুলহোতা হলেন একজন চাইনিজ। তার নাম চিংচং। তিনি চায়নায় একটি সার্ভার স্থাপন করেছেন। প্রাথমিক অবস্থায় তারা কিছু মানুষকে প্রলোভন দেখায়। স্বল্প সময়ে প্রতারণা করে লাখ লাখ টাকা আয় করে সেই টাকা আবার তারা ক্রিপটোকারেন্সির মাধ্যমে চায়নায় পাঠাতো। তারা মার্কেটিং সাইট,ব্যাটিং সাইট খুলে প্রতারণা করতো।

হারুন বলেন,তারা এ কাজে ৭০ থেকে ৮০ টি মোবাইল সিম ব্যবহার করতেন। বিকাশ,নগদ ও ব্যাংকের মাধ্যমে টাকাগুলো নিয়ে পরে ক্রিপটোকারেন্সির মাধ্যমে চায়নায় পাঠিয়ে দিতো। এরপর সেই মোবাইলগুলো তারা বন্ধ করে দিতো। এই চাইনিজদের অনেকে বাংলাদেশে গার্মেন্টসে চাকরী করে, বিভিন্নখানে চাকরী করে।

অভিযানে নেতৃত্বদেন সাইবার এন্ড স্পেশাল ক্রাইমে দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ ও মোহাম্মদ সোলায়মান মিয়া।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ