
রাজশাহীর বাগমারায় ২০২৩-২০২৪ অর্থ বছরের রবি মৌসুমের ফসল বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশ ঘটিকায় এ উপলক্ষ্যে উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগমারা উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ বাগমারা আসনের এম. পি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সাকলাইন হোসাইন, বাগমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি প্রমুখ । ৫৫০ জন সুবিধা ভোগীর হাতে বীজ, রাসায়নিক সার, অন্যান্য উপকরণ তুলে দেয়া হয়।