
কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ ) রাতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো.রুহুল আমীন।
তিনি বলেন, কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা পুলিশ গত বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রাম থেকে একই গ্রামের মোহাম্মদ নুর জামাল (৩৪), নয়না বিষ্ণুপুর গ্রামের মোহাম্মদ বিয়াজুল ইসলাম (৩৬), বটতলা ইন্দ্রপুর গ্রামের মো. আব্দুল জলিল (৪০), মাষ্টারপাড়া গাবতলা এলাকার মো.আবুল কাশেম (৪৮) এবং ঢালুয়াবাড়ি বাড়াবাড়ি এলাকার মো. আনোয়ার হোসেন (৩০)’দেরকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়াও কুড়িগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম গত রাতে অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম বাস টার্মিনাল এলাকায় জুয়া খেলার সময় কুড়িগ্রাম সদরের পলাশবাড়ী এলাকার মো. নুর ইসলাম(৬০) উলিপুর ডারারপার এলাকার মো. মঞ্জু মিয়া (৫২),পলাশবাড়ী পশ্চিমপাড়া এলাকার মো. রাজ্জাক মিয়া (৩৬),মন্ডলপাড়া এলাকার মো. রুস্তম আলী খোকন (৪৫) ও কবিরাজপাড়া এলাকার মো. মোস্তাফিজুর রহমান (৪৪) দেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা।
ডিআই/এসকে