
নেত্রকোনার মদনে ডুবায় মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সজিব (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজিব আশিক মিয়ার ছেলে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আহত সোলাইমান, গোলাম রব্বানী ও আব্দুল হেমিককে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতরা পাশের উপজেলা তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। ৫ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো মোঃ চান মিয়া, আনছু মিয়া, ওয়াকিব ও শামছুল ইসলাম (ওয়াসিদ)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম ফতেপুর গ্রামের আব্দুর রহিমের ডুবায় একই গ্রামের আনছু মিয়া লোকবল নিয়ে জোড়পূর্বক মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সজিব নামে এক শিশু নিহত হয়েছে।
মদন থানার ওসি (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম খান জানান, ডুবায় মাছ ধরাকে কেন্দ্র করে সজিব নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় প্রাথমিক ভাবে ৫ জনকে আটক করা হয়েছে।