
রাজশাহীর তানোরে এক হাজার ২০ লিটার চোলাই মদসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। আটককৃতরা হলেন,তানোর উপজেলার রাইতান বড়শো কালীগঞ্জ বাজারের মৃত সুঞ্চু সিংয়ের ছেলে রতন সিং (৫২) ও যোগিন্দর কুজুরের স্ত্রী সন্ধ্যা রানী (৪০)।
শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার রাইতান বড়শো কালীগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার ( ১৫ মার্চ) দুপুরে র্যাব-৫ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল সকাল সাড়ে ৮টায় রাইতান বড়শো কালীগঞ্জ বাজারে যোগিন্দর কুজুরের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদকবিক্রেতা সন্ধ্যা রানী ও রতন সিংকে হাতে নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে শেষে দুপুরে দুপুরে তানোর থানায় সোপর্দ করা হয়।
আটকদের নামে মামলা দায়েরের পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।