
শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ, জানুয়ারি ২০২৪ এর ৩য় ও ৪র্থ ফেইজের লিখিত পরিক্ষা আগামী ১৬মার্চ পরীক্ষা পরিচালনা প্রাক-প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
১৪মার্চ বৃহস্পতিবার বেলা আড়াই ঘটিকায় পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (এইচআর) জনাব কাজী জিয়া উদ্দিন বিপিএম মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপারের কার্যালয়,শেরপুরের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম, পিপিএম-সেবা।এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার রিজার্ভ অফিস সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।