
“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার সাথে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যাবহার করি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।ফরিদপুর জেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিকার কার্যালয় ও ভোক্তা সংগঠন- ক্যাব ফরিদপুর যৌথ ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সামনে থেকে একটি বর্ণাঢ্য রালী বের হয়। রং বে রং এর বেলুন সাজিয়ে বেলুন উড়িয়ে রালী উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার পিএএ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোহাম্মদ আলী সিদ্দিকী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, কনজুমার এসোসিয়োশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর চেম্বারের পরিচালক মো: সামচুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা মো: সাহাদাৎ হোসেনসহ প্রমূখ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর এর সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ সভায় সঞ্চালনা করেন এবং দিবসের তাৎপর্য তুলে ধরে কী নোট পেপার উপস্থাপন করেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদ। সভায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।