
রাজশাহীর তানোর দলিল লেখক সমিতির সভাপতি ফাইজুল ইসলাম ইন্তেকাল করেছেন,, ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি স্ত্রী ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকালে রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। এর আগে গত রোববার রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী ইসলামি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিকাল সাড়ে ৪ টার দিকে তানোর পৌর এলাকার হরিদেবপুর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে দলিল লেখক সমিতির সদস্যসহ মরহুমের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজায় অংশ নিয়ে শোক সংতপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্তার শান্তি কামনা করেছেন তানোর সাব রেজিস্ট্রার ইয়াসির আরাফাত, রাজশাহী বিভাগীয় দলিল লেখক সমিতির সভাপতি মইদুল ইসলাম, তানোর পৌর মেয়র ইমরুল হক, তানোর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, তানোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইদ সাজু প্রমুখ।
গত শনিবার সকালে বিনা প্রতিদ্বন্দ্বীতায় উনাকে সভাপতি নির্বাচিত হন। এর আগে দীর্ঘদিন ধরে তিনি তানোর দলিল লেখক সমিতির আহবায়কের দায়িত্ব পালন করেছেন।