
মোঃ সাব্বির হাসান স্টাফ রিপোর্টারঃ যশোরের মণিরামপুরে জনসাধারণের চলাচলের সুবিধার্থে যানজট নিরসন ও যত্রতত্র যানবাহন পার্কিং নিয়ন্ত্রণে অবৈধ স্থাপনা উচ্ছেদের সতর্ক করা হয়েছে।
বৃহস্প্রতিবার সকাল থেকে দুপুর পর্যান্ত মণিরামপুর কাঁচাবাজার, ফল হাটাসহ- যশোর খুলনা মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে সতর্ক করেন মণিরামপুর থানা পুলিশ।
মণিরামপুর কাঁচাবাজার, ফল হাটা, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় ফুটপাতের বিভিন্ন অংশে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে দীর্ঘ যানজট লেগে থাকে। এসব অবৈধ স্থাপনা সরিয়ে ফুটপাত চলাচলের জন্য উন্মুক্ত করাসহ। যত্রতত্র যানবাহন পার্কিং রোধে চালকদের সতর্ক করা হয়।
মণিরামপুর থানার সেকেন্ড ইনচার্য (এস আই) আবু-আল বাসার বলেন, ‘যানজট নিরসনে মণিরামপুর কাঁচাবাজার ও ফল হাটাসহ বিভিন্ন অংশের ফুটপাতের অবৈধ দখলদারদের সতর্ক করা হয়েছে। আবারও ফুটপাথ দখল করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ‘রমজানে দুর্ভোগ এড়াতে দখলদারদের সতর্ক করা হয়েছে। পুনরায় ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাত দখল মুক্ত রাখতে প্রতিদিন থানা পুলিশের একটি টিম দায়িত্ব পালন করবে।’