মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ ধুয়াসার গ্রামে শহিদুল
ইসলাম কবিরাজ নামের এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে তার শিশু
ছেলে আবিদ ইসলামের গলায় ছুরি ধরে জিম্মিকরে ডাকাতির
ঘটনায় গ্রামজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। গত ৭মার্চ রাত ১টার সময় ১২/১৫জনের একটি ডাকাত দল ঘরের জরজা ভেঙ্গে প্রবেশ
করে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ৮ভরি
স্বর্ণালঙ্কার সহ সাড়ে ৮লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে
যায়। খবর পয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগেই
সংঘবদ্ধ ডাকাত দল পালিয়ে যায়। কিন্তু এঘটনায় ৮দিন পেরিয়ে
গেলেও কাউকে আটক বা জড়িতদের সনাক্ত করতে না পারায় ভূক্তভোগী পরিবার ও গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিকদের কাছে আতঙ্কের কথা তুলে ধরেন ভূক্তভোগী ইসলামী ব্যাংক বাংলাদেশে লিমিটিডের শরিয়তপুর জেলার নড়িয়া শাখার কর্মকর্তা শহিদুল ইসলামের স্ত্রী ফারজানা সুলতানা, ভাই সোহরাব কবিরাজ, ভাবি ঝর্ণা বেগম সহ গ্রামবাসী।
জানাগেছে, ঘরের পেছনের গাছ দিয়ে ছাদে উঠে ছাদ থেকে নিচে আসতে ছাদের দরজা ভেঙ্গে এবং মূল ঘরের দরজা ভেঙ্গে ঘরে
ঢুকে প্রথমেই শিশু আবিদ ইসলামের গলায় ছুরি ঠেকানো হয়েছে। পরে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটে নেয় ডাকাত দল। এসময় বাঁধা দিলে ইব্রাহিম মিয়া(৩০) ও হালিমা বেগম(৮০) পিটিয়ে আহত করা হয়।এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ এস.এম শফিকুল ইসলাম বলেন ‘ ঘটনার পর থেকেই জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।আর গ্রামবাসী যাতে আতঙ্কিত না হয় তার জন্য পুলিশ টহল বড়ানো হয়েছে। এব্যাপারে ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলমান।