
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানার মোঃ আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নেতৃত্বে এসআই(নিঃ)/ কৃপা সিন্ধু মৃধা সঙ্গীয় অফিসার ফোর্সসহ চুয়াডাঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ১৩.০৩.২০২৪ তারিখ রাত ১০:৫৫ ঘটিকায় চুয়াডাঙ্গা পৌরভাধীন ঝিনাইদহ বাসস্ট্যান্ড এ অবস্থিত ডিলাক্স নামক বাস কাউন্টারের সামনে পৌঁছালে চুয়াডাঙ্গা জেলার দিগড়ী ডোমচারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ আব্দুর রউফ ওরফে রব(৪৫)কে ৩৩ (তেত্রিশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন। পলাতক আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়।