ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১৫(পনেরো) জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করেন। চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের সভাপতিত্বে আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা,আজ ১৪ মার্চ ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০:৩০ টায় মার্চ/২০২৪ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা,ক্যাম্প,ফাঁড়িতে দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ভালকাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, জনাব সেকেন্দার আলী, চুয়াডাঙ্গা সদর থানা; শ্রেষ্ঠ এসআই(থানা পর্যায়ে) জীবননগর থানার মোঃ ফিরোজ হোসেন, শ্রেষ্ঠ এএসআই (থানা পর্যায়ে)চুয়াডাংগা থানার মোঃ আহসান কবির, ; শ্রেষ্ঠ এসআই(ফাঁড়ী,ক্যাম্প পর্যায়ে)মোঃ হারুন অর রশিদ; শ্রেষ্ঠ এএসআই(ফাঁড়ী,ক্যাম্প পর্যায়ে)মোঃ মসলেম উদ্দিন, উভয় কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প; সর্বোচ্চ সাজা ওয়ারেন্ট নিস্পত্তি এসআই এসএম রায়হান ও এএসআই মোঃ জহিরুল ইসলাম, উভয় জীবননগর থানা; শ্রেষ্ঠ সার্জেন্ট মোঃ নবাব আলী, সদর ট্রাফিক; বিশেষ পারফরম্যান্স (হারানো মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার) এএসআই মোঃ রজিবুল হক,সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল; বিশেষ পুরস্কার পুলিশ পরিদর্শক কাশেম আলী বিশ্বাস, ইনচার্জ বিভাগীয় ভান্ডার; এএসআই মিতা রানী বিশ্বাস, ষ্টোনো-১; কং দেলোয়ার হোসেন, ফটোগ্রাফার; কং হাসিবুল হাসান সোহান, ফটোগ্রাফার; কং সোহেল রানা, সকলেই পুলিশ অফিস; কার্পেন্টার-১ মোঃ জব্বার হোসেন, ডি-ষ্টোর, পুলিশ লাইন্স,চুয়াডাঙ্গাসহ সর্বমোট১৫(পনেরো) জনকে পুলিশ সুপার ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার বলেন, সকলের ঐক্যবদ্ধ চেস্টায় জেলা পুলিশের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। জেলা পুলিশের প্রতিটি ইউনিটে বিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে হবে। রাস্তায় মোটর সাইকেল যোগে চলাচলের সময় পুলিশের সকল সদস্যকে বাধ্যতামূলক হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য সেবাসহ ফোর্সের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশের প্রতিটি স্থাপনাসহ আশপাশ এলাকা পরিস্কার পরিছন্ন রাখতে হবে এবং মেসে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করতে হবে।

উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ রিয়াজুল ইসলাম, ; চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান; সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তার,; পুলিশ পরিদর্শক নিযুক্ত ডিএসবি সাইফুল ইসলাম,; সকল অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

শেয়ার করুনঃ