
পঞ্চগড়ে নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলায় প্রতিবাদে জাকের পার্টির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড়ে নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদার ইজরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে জাকের পার্টির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৭ অক্টোবর) বাদ জুমা জেলা শহরের লিচুতলা জাকের পার্টির জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেরেবাংলা পার্কে এসে ফিলিস্তিনে ইজরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জাকের পার্টির নেতৃবৃন্দ ।এসময়ে বক্তারা বলেন ফিলিস্তিনে মুসলমানদের উপর দখলদার ইজরায়েলি বাহিনীর হাত থেকে কেউ বাঁচতে পারছেনা নির্বিচারে হত্যা করছে নারী শিশু সহ সবাইকে। হাসপাতালেও বোমাবর্ষণ করছে। খাদ্য ও পানির সংকট দেখা দিয়েছে। মানবিকতার চরম বিপর্যয় দেখা দিয়েছে। এসময় ইজরায়েলি হামলা বন্ধ করে ফিলিস্তিনের স্বাধীনতা দাবী করেন বক্তারা।
এসময় পঞ্চগড় জেলা জাকের পার্টির সভাপতি আয়নাল হক,সাধারণ সম্পাদক শাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সুমন রানা,আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আনিসুর রহমান বক্তব্য রাখেন। এছাড়াও পঞ্চগড় জেলা জাকের পার্টির নেতৃবৃন্দ সহ স্থানীয় ও সহযোগী সংগঠন সমুহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।