প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৪, ১১:৩৩ অপরাহ্ণ
মিরসরাইয়ে ২৪ কেজি গাঁজা সহ আটক-১

মিরসরাইয়ে ২৪ কেজি গাঁজা সহ শংকর শীল (৪৪) নামে একজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৩ মার্চ) রাত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ রেল গেটের পূর্ব পার্শ্বে বারইয়ারহাট-রামগড় সড়কের তাজমহল হোটেলের সামনে চেক পোস্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা সহ মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত শংকর মাগুরা জেলার শালিখা থানার ধনেশ্বরকাটি ইউনিয়নের তিলখড়ি গ্রামের ৫নং ওয়ার্ডের নরেন্দ্র নাথ শীলের ছেলে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গাঁজার একটি চালান খাগড়াছড়ি পার্বত্য জেলার সীমান্তর্তী এলাকা হতে স্বল্প মূল্যে গাঁজা ক্রয় করে বেশি মূল্যে বিক্রয় করার উদ্দেশ্যে ঢাকার পথে রওয়ানা দিয়েছে এমন তথ্যের ভিত্তিতে এসআই প্রদীপ কুমার দত্ত, জসিম উদ্দিন, এএসআই সুমন মিয়া ও সুজন কান্তিপালসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজা জব্দ সহ মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা'র আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা।
এবিষয়ে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ১৯ (গ) ধারার জোরারগঞ্জ থানায় নিয়মিত মাদকের মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.