ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

গলায়চিপায় দুই দিন ব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কমশালা

কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) প্রতিষ্ঠার শুরুথেকে স্বল্প আয়,সুবিধাবঞ্চিত ও অলাভজন মানুষকে নিয়ে কাজ করছে এ ধারাবাহিকতা আজ ১২ ও ১৩ র্মাচ ২০২৪ রোজ মঙ্গলবার,সময়সকাল ১১ ঘটিকায়। গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে র্দুযোগ ব্যবস্থাপনা এবং জরুরী স্বাস্থ্যসেবা বিষয় র্কমশালা অনুষ্ঠিতি হয়েছে।প্রথম দিন কমশালায় সভাপতিত্ব করেন ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকুয়া ইউনিয়নের ৮ নং ওর্য়াডের সিপিপি টিম লিডার তরিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ইউপি সদস্য সাজেদা রহমান।প্রধান অতিথির বক্তব্যে তরিকুল ইসলাম বলেন সিআইএস কতৃক আয়োজিত দুই দিন ব্যাপি র্দুযোগ ব্যবস্থাপনা এবং জরুরী স্বাস্থ্যসেবা বিষয়ক র্কমশালায় মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষ ও বিশেষ করে সিপিপির ভলেন্টিয়ারদের অনেক উপকৃত হয়েছে যা আগে তাদের ধারণা
ছিল না, তিনি আরো বলেন র্দুযোগ পরর্বতীতে সময় মানুষের জরুরীস্বাস্থ্য সেবা সর্ম্পকে অজানার কারণে অনেক মানুষের প্রাণ হারায় এতে করে সিআইএস প্রশিক্ষণের মাধ্যমে আমার, ব্যক্তিগত ও সামাজিক ভাবে অনেক উপকৃত হবে বলে আশা করেন।প্রশিক্ষণ র্কমশালার বিশেষ অতিথি সাবেক মহিলা ইউপি সদস্য সাজেদা রহমান বলেন আমরা অধিকাংশই প্রাথমিক স্বাস্থ্য সেবার সর্ম্পকে
অবগত না আমাদের বাডি়থেকে হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক অনেক দূরে হওয়ার কারণে অনেক সময় আমাদের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়যার ফলে অনেক ধরনের র্দুঘটনা ঘটে।আজকের সিআইএস এর প্রশিক্ষণ র্কমশালার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা অনেক গুলো গুরুত্ব র্পূণ বিষয় শিখতে পারলাম যা আমার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে অনেক উপকৃত হবে বলে আমি মনে করেন। দ্বিতীয় দিন সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জিতেন চন্দ্র শীল দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকুয়া ইউনিয়নের ৮ নং র্ওয়াড এর ইউপি সদস্য উজ্জল মিয়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যামিলি প্ল্যানের ফিল্ড র্কমী জাহানারা বেগম। দ্বিতীয় দিন প্রধান অতিথী তার বক্তবে বলেন যে গলাচিপা একটি র্দুযোগ প্রবণ এলাকা এই কারণে প্রতি বছর ছোট বড় বিভিন্ন র্দুযোগের সম্মুখীন হতে হয় এজন্য অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। র্দুযোগের আগে আমরা যদি সাবধানতা অবলম্বন করি তা হলে আমাদের ও জানমালের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে এজন্য আমাদের সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। বিশেষ অতিথি ফ্যামিলি প্ল্যান এর ফিল্ড র্কমী জাহানারা বেগম প্রাথমিক স্বাস্থ্য সেবক সর্ম্পকে মানুষকে ধারণা দেওয়ার পাশাপাশি প্র্যাকটিক্যাল সেগুলো তাদেরকে অবগত করেন।উক্ত দুই দিনের র্কমশালা আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি(সিআইএস) গলাচিপা অফিসের সকল র্কমর্কতা ও র্কমবৃন্দ সহ এনজিও প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

শেয়ার করুনঃ