
ময়মনসিংহের নান্দাইলে কালোবাজারির ১৩৪ বস্তা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুশুল্লী ইউনিয়নের মেরেঙ্গা পুরাতন বাজার দবির উদ্দিন ভূইয়া মার্কেট থেকে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৩৪ বস্তা চাউল উদ্ধার করেছে থানা পুলিশ। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহম্মেদ পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়ার নির্দেশক্রমে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ চাউল উদ্ধার পূর্বক জব্দ করে থানায় নিয়ে আসেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। গ্রামীণ জনপদের অতি দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তার লক্ষ্যে সরকারের খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের আওতাধীন সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫ টাকা কেজির চাউল কার্ডধারী (উপকারভোগী) ব্যাতীত বিক্রয় নিষিদ্ধ। তথাপিও কিছু অসাধু ব্যবসায়ী সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর অবিক্রয়যোগ্য ১৩৪ বস্তা অর্থাৎ ৪৭৬০কেজি চাউল কালোবাজারির উদ্দেশ্যে গুদামজাত করেছিল। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সাথে জড়িত বেশ কয়েকজনের নাম উল্লেখ পূর্বক থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনা হবে।