প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৩:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৪, ৩:৪৪ অপরাহ্ণ
রূপসায় আবারো অবৈধ ট্রলিতে চাপাদিয়ে প্রাণ কেড়ে নিল

গত বুধবার ১৩/৩/২০২৩ সকাল ১০ঃ৩০ মিনিটে রূপসার থানার মোড় এলাকায় অবৈধ ট্রলিতে আবারও প্রাণ কেড়ে নিলো।
অবৈধ ট্রলির আঘাত থেকে ছাড় পাচ্ছে না স্কুল , কলেজ,মাদ্রাসার ছাত্রছাত্রীরা ছাড় পাচ্ছে না পথচারী, এবার প্রাণ কেড়ে নিল গোপালগঞ্জ এলাকার আবির নামে এক ব্যক্তির তাজা প্রান।
এইসব অবৈধ ট্রলি নেই কোন কাগজপত্র, নেই কোন অনুমোতি, এসব ট্রলি চলাচল করে প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের ম্যানেজ করে চলছে, লাইসেন্সবিহীন অবৈধ ট্রলির চালকদের নেই কোন ড্রাইভিং লাইসেন্স,১০ থেকে ১৬ বছর বয়সী ট্রলি ড্রাইভার।
এলাকার জনগণের সূত্রে জানা যায় বারবার দুর্ঘটনা ঘটলেও কোন মামলা হচ্ছে না,বন্ধ হচ্ছে না অবৈধ ট্রলি, টাকা বা ক্ষমতার বলে নিহতের পরিবারদের ম্যানেজ করা হচ্ছে।
সাংবাদিকদের আরও বলেন এই ট্রলির মূল্য কী মানুষের জীবনের মূল্য থেকে বেশী। আর কত প্রাণ গেলে বলুন বন্ধ হব, এই অবৈধ ট্রলি। শুধু বলতে চাই হাসপাতালে এসে নিহত ব্যক্তির স্ত্রীর আহাজারিটা একটু দেখে যান। হাসপাতাল এলাকায় স্বজনদের শোকের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে।
আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.