
মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াই ভিকরা গ্রামে মরহুম আনসার আলীর পক্ষে বাড়াই ভিকরা জনকল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গণে ৫ম বাৎসরিক হামদ- নাত সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক মো হাসান আলী ও পৃষ্ঠপোষক -প্রকৌশলী মো কাবুল খান এবং ইকবাল হোসাইন খান সার্বিক সহযোগিতা অনুষ্ঠিত হয়।অনলাইন ও অফলাইনের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে দুটি বাছাই পর্বের মাধ্যমে মাধ্যমে ৭ টি বিষয়ে ৭০ জন চূড়ান্ত পর্বে অংশগ্রহন করে।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, মক্তবকে সচল করা ও হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং কোমলমতি শিশুদের ইসলামী সংস্কৃতি-চেতনায় উদ্বুধ্য করা এর মূল লক্ষ । প্রত্যেক ক্যাটাগরিতে ১ম পুরস্কার ৫০০০; ২য় ৩০০০; ৩য় ২০০০ টাকা প্রদান করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মানিকগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রিন্সিপাল ডঃ প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন ও ভুমি কর্মকর্তা কে এম ফিরোজ, ইউ পি সদস্য মোঃ ইকবাল মিয়া ও মবিন বিশ্বাস ভিটু। এছাড়া উপস্হিত ছিলেন এলাকার মক্তব, মাদ্রাসার আলেমসমাজ, স্কুলের শিক্ষক মন্ডলিসহ অনেক গুনিজন।
এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মুয়াল্লিম নির্বাচিত হন- হাঃ মাওঃ হুসাইন আহমদ এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়- মাদ্রাসা আবু হুরায়রা (রা), মিতরা। দোয়া করেন- মাদ্রাসা আবু হুরায়রার পরিচালক হাঃ মাঃ আব্দুর রহিম নোমান।
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৭ টি বিষয় নিয়ে সূরা-কেরাত(মক্তব ও স্কুল), সূরা-কেরাত(মাদ্রাসা), মাসনূন দোয়া(মক্তব ও স্কুল),হিফজুল হাদীস(মক্তব ও স্কুল), সীরাত,,হিফজুল কোরআন ও,হামদ্-নাত।