
রাতের আঁধারে পটুয়াখালীর দুমকী উপজেলার ঐতিহ্যবাহী পীরতলা বাজারের আশার আলো বেকারি সংলগ্ন খালপাড়ে ১নং খাস খতিয়ানভুক্ত জমি দখল করে পূর্বের তোলা টিনশেড দোকান ভেঙে পাকা ভবণ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে আলম মৃধা নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যবসায়ী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত. কাঞ্চন আলী মৃধা’র ছেলে। সূত্র জানায়, বাজার সমিতির একাধিক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় আলম মৃধা রাতের আঁধারে টিনের বেড়ার আড়ালে স্থায়ী পাকা দোকানঘর নির্মাণ কাজ করে চলছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই বাজারের একাধিক ব্যবসায়ী জানান, মূলত সরকারি খালের জমি স্থায়ী ভাবে দখল নিতে পূর্বের অস্থায়ী টিনশেডের ষ্টল ভেঙে লোকচক্ষুর আড়ালে এখন পাকা ভবন নির্মাণ করছেন আলম মৃধা। বাইরে থেকে বোঝার কোন উপায় নেই। এছাড়াও তারা বলেন, পাশের ডাস্টবিনটা পর্যন্ত দখল করে নিয়েছেন তিনি। ১০ মার্চ সরেজমিনে গিয়ে দেখা যায়, শত বছরের ঐতিহ্যবাহী পিরতলা বাজারের দক্ষিণ প্রান্তে সরকারি খালের জমিতে আলম মৃধা’র পাহারায় টিনের বেড়ার আড়ালে কয়েকজন শ্রমিক দোকানঘরের দেয়াল নির্মাণের কাজ করছেন। আরও নির্মাণ সামগ্রী এনে স্তুপাকারে রাখা আছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলম মৃধা বলেন, আমাদের চেয়ারম্যান মহোদয় (শ্রীরামপুর ইউপি) নিষেধ করার পরে আর কোন নির্মাণ কাজ করি না। কিন্তু বিস্তারিত ঠিকানাসহ ঘটনা বিবরণ দেয়া হলেও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা বলেন, কোথায়, কখন কাজ চলে। একপর্যায়ে তিনি আরও বলেন, ইউএনও মহোদয়ের ড্রাইভার এসেছিল সে নিষেধ করে গেছে। পাল্টা জানতে চাইলে তিনি সাংবাদিকের কল কেটে দেন এবং আর কল রীসিভ করেন নি। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আমি দেখি আসলে কী ঘটনা। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।