
র্যাব-৭ চট্টগ্রামের বিশেষ অভিযানে নগরীর পাহাড়তলী ও ডবলমুরিং এলাকা হতে লক্ষীপুর ও নোয়াখালীর সদর থানার নাশকতা ও ডাকাতি মামলায় ১৪ বছর আত্মগোপনে থাকা ০২ আসামিকে গ্রেফতার করেছে।র্যাব-৭, চট্টগ্রাম সুত্রে জানাযায় র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানার মামলা নং-২৫, তারিখ ১১ মার্চ ২০১০, জিআর নং-১২৯/১৫, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৪ বছর ধরে পলাতক আসামি মনির হোসেন @ মনু চট্টগ্রাম মহানগরীর ডবলমুড়িং থানাধীন ঈদগাহ কাঁচাবাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানিক দল গতকাল ১১ মার্চ (সোমবার ) রাত আনুমানিক ১২:৪০ মিনিটে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মনির হোসেন @ মনু (৪০), পিতা-আবুল হোসেন @ আবু দালাল, সাং-দেওপাড়া, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ সে বর্ণিত নাশকতা মামলায় ১৪ বছর ধরে পলাতক আসামি মর্মে স্বীকার করে।
একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম, নোয়াখালী জেলার বিশেষ ট্রাইবুনাল মামলা নং-৫০/০৮, জিআর নং-১২৯/১৫ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৬ বছর ধরে পলাতক আসামি মোঃ দেলোয়ার চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সাইরপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানিক দল গত ১১ মার্চ ২০২৪ইং তারিখ আনুমানিক ০৩:১০ মিনিটে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ দেলোয়ার (৪৬), পিতা-আবু তাহের, সাং-মিয়াপুর, থনাা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী’কে আটক করতে সক্ষম হয় ।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ সে বর্ণিত ডাকাতির মামলায় ১৬ বছর ধরে পলাতক আসামি মর্মে স্বীকার করে।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।