
“নারীর সমঅধিকার, সময়-সুযোগ-
এগিয়ে নিতে হোক বিনিয়োগ “,- এ প্রতিপাদ্য ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অনুষ্ঠিত হ’ল আন্তর্জাতিক নারী দিবস ২০২৪। এ উপলক্ষে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মানববন্ধন, তবকপুর উচ্চবিদ্যালয় মাঠে ‘মেয়েদের প্রীতি কাবাডি ম্যাচ’, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
” তবকপুর উচ্চবিদ্যালয় বনাম থানাহাট বালিকা উচ্চবিদ্যালয়ের মেয়েদের মধ্যে অনুষ্ঠিত কাবাডি ম্যাচে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে থানাহাট বালিকা উচ্চবিদ্যালয়।
পরে, তবকপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখোয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান, চিলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, উলিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সখিনা বেগম, আরডিআরএস বাংলাদেশ- এর কর্মকর্তাগণ , বিদ্যালয়ের প্রধান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।