ঢাকা, রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুড়িগ্রামে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ
ভারতে পালানোর সময় যুবলীগ নেতা নাজিম উদ্দীন সোহেল গ্রেপ্তার
তানোরে সীমানা পিলারকে কেন্দ্র করে হামলা মটরসাইকেল ভাংচুর মারপিট নারীসহ আহত ৪
ভারতীয়সহ ১৬ জনকে পঞ্চগড়ে দুইটি সীমান্ত পয়েন্ট দিয়ে ঠেলে দিল বিএসএফ
পাঁচবিবিতে আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বিএনপি’র নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব : আনোয়ার হোসেন বুলু
নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভা
মাদকদ্রব্যের উপ-পরিচালক শামীম আহম্মেদের অপসারণ চেয়ে মশাল মিছিল
খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
৪১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১
পিরোজপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের
নান্দাইলে জুলাই গণঅভূত্থানে আহত ইমরান হোসাইনের মৃত্যু
শার্শার রঘুনাথপুর গ্রামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
ইউনিয়ন বিএনপি সভাপতি ডা: আকরাম বলেন দেশবিরোধী যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত
প্রেসক্লাব নান্দাইলের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত:-সভাপতি হান্নান সম্পাদক রায়হান

অনুমতি ছাড়া কোনো জমায়েত-স্টেজ হবে না,তাই বন্ধ করা হয়েছে:ডিএমপি

পুলিশের অনুমতি ছাড়া কোনো ধরনের স্টেজ বা লোকসমাগম করা যাবে না। পুলিশ যখন অনুমতি দেবে তখনই কাজ শুরু করতে হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. ম. মহিদ উদ্দিন।

শুক্রবার ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকরা জানতে চান পুলিশের অনুমতি ছাড়া আওয়ামী লীগ, বিএনপি কীভাবে স্টেজ করছে? এ সময় অতিরিক্ত কমিশনার বলেন, ‘আমরা আওয়ামী লীগকে বলেছি কোনো ধরনের স্টেজ করা যাবে না। বিএনপিকেও বলে বন্ধ করা হয়েছে। পাশাপাশি লোকসমাগম করতে নিষেধ করা হয়েছে।’

এদিকে সন্ধ্যা থেকে পুলিশের অনুমতি ছাড়া দল দুটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। স্টেজ তৈরি করতে থাকে আওয়ামী লীগও। তবে পুলিশ তাতে বাধা দেয়।

আগামীকাল ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে ড. খ. মহিদ উদ্দিন বলেন, আমরা আরও কিছু সময় নিচ্ছি। কয়েক ঘণ্টার মধ্যেই জানিয়ে দেওয়া হবে দলগুলো অনুমতি পাবে কি না।

মহিদ উদ্দিন বলেন, বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের অনুমতি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী দুই ঘণ্টার মধ্যে তা জানিয়ে দেওয়া হবে।

শনিবারের সমাবেশকে কেন্দ্র করে ডিএমপিতে শুক্রবার একটি বৈঠক হয়েছে। বৈঠকে কী কী আলোচনা হয়েছে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের সমাবেশকে কেন্দ্র করে আমাদের যেসব দায়িত্ব থাকে সেসব নিয়ে আলোচনা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ