
পুলিশের অনুমতি ছাড়া কোনো ধরনের স্টেজ বা লোকসমাগম করা যাবে না। পুলিশ যখন অনুমতি দেবে তখনই কাজ শুরু করতে হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. ম. মহিদ উদ্দিন।
শুক্রবার ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকরা জানতে চান পুলিশের অনুমতি ছাড়া আওয়ামী লীগ, বিএনপি কীভাবে স্টেজ করছে? এ সময় অতিরিক্ত কমিশনার বলেন, ‘আমরা আওয়ামী লীগকে বলেছি কোনো ধরনের স্টেজ করা যাবে না। বিএনপিকেও বলে বন্ধ করা হয়েছে। পাশাপাশি লোকসমাগম করতে নিষেধ করা হয়েছে।’
এদিকে সন্ধ্যা থেকে পুলিশের অনুমতি ছাড়া দল দুটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। স্টেজ তৈরি করতে থাকে আওয়ামী লীগও। তবে পুলিশ তাতে বাধা দেয়।
আগামীকাল ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে ড. খ. মহিদ উদ্দিন বলেন, আমরা আরও কিছু সময় নিচ্ছি। কয়েক ঘণ্টার মধ্যেই জানিয়ে দেওয়া হবে দলগুলো অনুমতি পাবে কি না।
মহিদ উদ্দিন বলেন, বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের অনুমতি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী দুই ঘণ্টার মধ্যে তা জানিয়ে দেওয়া হবে।
শনিবারের সমাবেশকে কেন্দ্র করে ডিএমপিতে শুক্রবার একটি বৈঠক হয়েছে। বৈঠকে কী কী আলোচনা হয়েছে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের সমাবেশকে কেন্দ্র করে আমাদের যেসব দায়িত্ব থাকে সেসব নিয়ে আলোচনা হয়েছে।
ডিআই/এসকে