প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৬:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৪, ১১:২৬ অপরাহ্ণ
পাইকগাছায় রায় সাহেব বিনোদ বিহারী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আধুনিক কপিলমুনির রূপকার বিনোদগঞ্জ স্থপতি “রায় সাহেব বিনোদ বিহারী সাধু” স্মরণে ‘রায় সাহেব বিনোদ বিহারী জনকল্যাণ ট্রাস্ট, ব্যবসায়ী ও সূধীবৃন্দের পৃষ্ঠপোষকতায় এবং কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (কে.কে.এস.পি) পরিচালনায় আয়োজিত রায় সাহেব বিনোদ বিহারী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৩ টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা দেবহাটার গাজীরহাট প্রগতি সংঘ বনাম সাতক্ষীরা তালার সৈকত ফুটবল একডেমী। খেলায় ৩-০ গোলে গাজীরহাট প্রগতি সংঘ জয়লাভ করে। ফাইনাল খেলায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে ও শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) মোঃ রশীদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সালাম স্টিল কোং এর খুলনা ডিভিশন ম্যানেজার এ.এইচ.এম আসাদুজ্জামান, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, টুর্ণামেন্ট পরিচালান কমিটির আহবায়ক ও চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, টুর্ণামেন্ট পরিচালান কমিটির সদস্য সচিব এম বুলবুল আহমেদ, কেকেএসপির সভাপতি শেখ আব্দুর রশীদ, অজয় কুমার সাধু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মন্ডল, শেখ আঃ সালাম, সাধন ভদ্র, রাম প্রসাদ পাল সহ স্থানীয় সাংবাদিক, প্রশাসন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.