
তিনটি পিস্তল ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদিসহ ছয়জন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সোমবার (১১ মার্চ) রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তবে প্রাথমিকভাবে আসামিদের নাম পরিচয় জানায়নি র্যাব।
সোমবার ( ১১ মার্চ) রাতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিনটি পিস্তল ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদিসহ ছয়জন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আগামী মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ডিআই/এসকে