
আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী-১( সদর-মির্জাগঞ্জ- দুমকি) আসনে উপ-নির্বাচন।
ঢাকাস্থ ধানমন্ডি আওয়ামীলীগ কার্যালয়ের দপ্তরে উক্ত আসনটির উপ নির্বাচনে নৌকার প্রার্থী হওয়ার জন্য আওয়ামীলীগের ৯ জন সম্ভাব্য প্রার্থী তাদের মনোনয়ন পত্র (ফরম) দাখিল করেছেন ২৭ নভেম্বর শুক্রবার।
সূত্রে জানাগেছে, এ উপ- নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিলকারী ৯ জন প্রার্থী হলেন, পটুয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা মো.খলিলুর রহমান মোহন,
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মাস্টার দ্যা সূর্য্যসেন হলের সাবেক ভিপি এ্যাডভোকেট আফজাল হোসেন,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ- কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক সাবেক সহ সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিন ও The daily bangel express পত্রিকার প্রকাশক ও সম্পাদ মোহাম্মদ আলী আশরাফ, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি ও পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দৈনিক পটুয়াখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ সুলতান আহম্মেদ মৃধা, বাংলাদেশ আওয়ামী লীগ,পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক ও পকসুর সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মৃধা, বাংলাদেশ আওয়ামী লীগ,পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বদরপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এবং বর্তমান পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখার সদস্য এবং দুমকি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হারুন অর রশিদ হাওলাদার, সদ্য প্রয়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী পটুয়াখালী-১ আসনের সাংসদ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট শাহজাহান মিয়া এঁর মেজ ছেলে বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী পৌর শাখার সাধারন সম্পাদক ও সাবেক পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ তারিকুজ্জামান মনি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাক বেসিক ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মোঃ রাজিব পারভেজ।
২১ অক্টোবর শনিবার পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাড. শাহজাহান মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করায় এ আসটি শূন্য হয়।
তিনি উপজেলা নিয়ে পটুয়াখালী-১ আসনটিতে তৃতীয় লিঙ্গের ৮ জন ভোটারসহ সর্বমোট ৪ লক্ষ ৭৩ হাজার ২৫৬ জন ভোটার রয়েছে। এর মধ্যে মহিলা ভোটার ২,৩৮,৪৬০ ও পুরুষ ভোটার ২,৩৪,৭৮৮ জন।