পুরুষ নির্যাতন বন্ধে আইন চাই এবং পরকীয়া সংক্রান্ত ৪৯৭ ধারার সংশোধন'র দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন(বাপুঅফা),
পটুয়াখালী জেলা শাখার আয়োজনে শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন শহীদ মিনারের সামনের চত্ত্বরে ১১ মার্চ সোমবার বিকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত দাবীতে এ মানববন্ধন চলাকালে বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন (বাপুঅফা),
পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মোঃ মজিবুর রহমান বক্তব্য রাখেন।এসময় উক্ত মানববন্ধনে অংশ নেয়া বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন (বাপুঅফা),পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দরা পরকীয়ায় নারী শাস্তির বিধান ও পুরুষ বিষয়ক মন্ত্রণালয় এবং সম্মতির সহবাস সম্পর্ক নষ্ট হলে ধর্ষণ আইনে নয় বরং ব্যভিচার আইনে উভয়ের শাস্তি চাই স্লোগানে স্লোগানে উক্ত চত্ত্বর মুখরিত করে তুলে।এ মানববন্ধনে এসময় বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন (বাপুঅফা),
পটুয়াখালী জেলা শাখার যুগ্ন আহবায়ক মোঃ সুমন ও সদস্য মোঃ রফিকুল, মোঃ রহিম আকন,মোঃ ফিরোজ এবং মাওলানা মোঃ সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: উক্ত মানববন্ধনে অংশ নেয়া বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন(বাপুঅফা) পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দরা বলেন, " একজন পুরুষ চাকরি পেলে একটি পরিবারে শান্তি মেলে"