
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের পংকরহাটি (ধনারামা) গ্রামে তিন দিন ব্যাপী খাজা বাবা অধ্যাপক শাহজাহান শাহ স্যার আউলিয়া উপলক্ষ্যে ২০তম ওরশ শরীফ সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, বর্ণ- গোত্র ব্যাতিরেকে হাজার হাজার ভক্তবৃন্দের মিলন মেলায় বাৎসরিক ওরশ শরীফ সম্পন্ন হয়। গত শুক্র, শনি ও রবিবার তিনদিনব্যাপী ওরশ শরীফে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত ১৫টিরও অধিক কাফেলা অংশ গ্রহন করে। ওরশ শরীফ পরিচালনা কমিটির সভাপতি বর্তমান ইউপি সদস্য গোলাপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নান্টু মিয়ার সঞ্চালনায় এশার নামায পূর্বক মিলাদ মাহফিল শেষে রাত ব্যাপী আধ্যাত্মিক বাউল গান অনুষ্ঠিত হয়। সংসার ত্যাগী খাজা বাবা অধ্যাপক শাহজাহান শাহ স্যারের ঔরশজাত সন্তান মামুন মিয়ার নেতৃত্বে দেশ বরণ্য বাউল শিল্পী বাউল সালাম সরকার, বাউল শরীফ সহ শতাধিক বাউল শিল্পীগোষ্ঠী বাউল গান পরিবেশন করে। এছাড়া খাজা বাবা অধ্যাপক শাহজাহান শাহ স্যার আউলিয়ার হাজার হাজার ভক্তবৃন্দরা ওরশ শরীফের খানকাতে ও নিজ নিজ কাফেলায় বিনামূল্যে খাবার পরিবেশন করে।অপরদিকে তিন দিনের এই ওরশ শরীফকে ঘিরে ওরশ শরীফের রাস্তার দুপাশে বিভিন্ন দোকান পাট বসে। যেখানে নিত্য প্রয়োজনী ব্যাবহারের নানা ধরনের জিনিসপত্র সহ মুখরোচক খাবার ক্রয় করতে ভিড় জমায় এলাকার শিশু-কিশোর সহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ। উপজেলা পুলিশ প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ ও এলাকার সকলের সহযোগিতায় তিন দিনের ওরশ শরীফ সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানায় ওরশ শরীফ পরিচালনা কমিটি।