
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদারের অপারেশনের জন্য বিশ বছর টাকা অনুদান প্রদান করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা। ১১ মার্চ সোমবার সকালে রাজস্থলী হাসপাতালে সামনে নিজ বাসভবনে অসুস্থ রফিক হাওলাদার নিজে উপস্থিত হয়ে জেলা পরিষদের সদস্য নিউচিং মারমার হাত থেকে নগদ অনুদান গ্ৰহন করেন। অনুদান হাতে পেয়ে রফিক হাওলাদার বলেন দীর্ঘদিন ধরে আমি পাইলস রোগে আক্রান্ত হয়ে বহু কষ্টের মাধ্যমে জীবন যাপন করছি। অন্য দিকে আমার স্ত্রীও দীর্ঘ দিন ধরে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে। বিষয়টি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমাকে জানালে তিনি আমার অপারেশন জন্য বিশ বছর টাকা অনুদান দিয়েছেন। তাই আমি ও আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা করছি নিউচিং মারমার প্রতি।রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা বলেন যেহেতু দায়িত্বে আছি,জননেতা দীপংকর তালুকদার এমপির দিক নির্দেশনা ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী সার্বিক সহযোগিতায় নেতাকর্মীদের সু -চিকিৎসার জন্য কিছুটা সহযোগিতা করতে পেড়ে নিজেকে ধন্য মনে করছি।জননেতা দীপংকর তালুকদার এমপি সুপারিশে জননেত্রী শেখ হাসিনা আমাকে জেলা পরিষদের সদস্য মনোনীত করেছেন । তাই যতদিন বেছে থাকবো মানুষ সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করছি।