
সুপ্রিম কোর্টের আইনজীবীদের নির্বাচনে হামলা সহিংসতার ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে ডিবি। এ ঘটনায় যারাই জড়িত থাক প্রত্যেককে গ্রেফতার করবে ডিবি।
সোমবার ( ১১ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবির নিজ কার্যালয়ে একথা জানান ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
এসময় তাকে যুবলীগ নেত্রী যুথির বাসায় অভিযানের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি একথা জানান।
হারুন বলেন,আসামীরা যতো শক্তিশালীই হোক তা দেখি না। যাদের নামে মামলা হয়েছে সকলকে গ্রেফতার করা হবে। তাদের প্রত্যককে ধরার জন্য আমাদের ডিবি টিম কাজ করছে। যখনি আমরা পাব তাদের তখনই গ্রেফতার করব।
এসময় তার কাছে আরো জানতে চাওয়া হয় আপনারা যুথিকে গ্রেফতার করে ডিবিতে এনেছিলেন এর জবাবে তিনি বলেন,এসব কথার কোনো ভিত্তি নেই।
ডিআই/এসকে