
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ শুরু হয়েছে গাইবান্ধা জেলায়। সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন উঠান বৈঠক, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
গতকাল বিকেলে পশ্চিম দুলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় সুন্দরগন্জ উপজেলা ভাইসচেয়ারম্যান প্রার্থী জনাব মহসীন আলী মণ্ডল বলেন, আমি ভাইসচেয়ারম্যান নির্বাচিত হলে কোনোদিন গাড়িতে চড়ব না, ১০০ জোড়া পন্স কিনে আপনাদের দ্বারে দ্বারে ঘুরব। কোনো সমস্যার জন্য আমার কাছে আসতে হবে না, আমিই আপনাদের কাছে গিয়ে জানতে চাইব কোনো সমস্যা আছে কি না।
কলেজ শিক্ষক আসাদুজ্জামান রানা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক জনাব মোঃ হারুন অর রশিদ মন্ডল, দেওয়ান মোঃ আমিনুল ইসলাম, মেম্বার ফুল বাদশা, হযরত আলী, আফসার আলী বাবলু, ফিরোজ প্রামাণিক, মতিন মন্ডল, নাজমুল হুদা সহ আরও অনেকে। মোনাজাতের মধ্য দিয়ে অনুুষ্ঠান সমাপ্ত করা হয়। মোনাজাত পরিচালনা করেন খতিব মোঃ মিজানুর রহমান।