
“দূর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ পালিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও কয়েকটি বেসরকারী এনজিও এর সহযোগিতায় উপজেলা পরিষদের সামন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তার কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মো.আতিকুজ্জামান আতিক, থানাহাট ইউনিয়নের ৮নং ওয়াডের ইউপি সদস্য মো. মোক্তার আলী, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, উপজেলা ফারার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শ্রী নায়ায়ন চন্দ্র, সাপ্তাহিক যুগের খবরের সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, ফ্রেন্ডশীপের সিনিয়র ম্যানেজার মো. মাহফুজার রহমান, সংঘ প্রকল্পের টেকনিক্যাল অফিসার প্রতিমা রাণী রায় প্রমুখ।
পরে, গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত হয়।