
দীর্ঘ ১৩ বছর পর বান্দরবানের আলীকদম বাজার ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কাইছার উদ্দিন ( বাপ্পী), কোষাধ্যক্ষ সিরাজুল হক নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে অবশেষে শনিবার (০৯ মার্চ ২০২৪ইং) সকাল থেকে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে আলীকদম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নিজ কার্যলয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় মোট ৪৭৭ জন ভোটারের মধ্যে ৩৬০ জন ভোটার উপস্থিতি হয়ে তাদের পছন্দের প্রর্থীকে ভোট প্রয়োগ করেন।
এসময় সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় মোঃ নজরুল ইসলাম নির্বাচিত হয়েছে। এবং সাধারণ সম্পাদক পদে দোয়াত কলম প্রতীক নিয়ে ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোঃ কাইছার উদ্দিন বাপ্পী। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মোঃ হোসেন ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৪০ ভোট।
সহ সভাপতি পদে কাতলা মাছ প্রতীক নিয়ে ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ কলিম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১০৪ ভোট।
কোষাধ্যক্ষ পদে সিরাজুল ইসলাম তালাচাবি প্রতীকে ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী অছিউর রহমান ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৩ ভোট।
এছাড়াও কার্যকরী সদস্য পদে মোঃ শাহাব উদ্দিন, মোঃ মহিম উদ্দিন, মোঃ আব্দুছ ছালাম, মোঃ মকছুদ আহামদ এবং মোঃ এহেছান নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট গণনা পর সন্ধ্যা ৭ টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আরিফুল ইসলামসহ আলীকদম প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক মমতাজ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এর আগে ভোট অনুষ্টানের প্রক্রিয়ায় ত্রুটি থাকার বিষয় উল্লেখ করে বিজ্ঞ জজ আদালতে নির্বাচন স্থাগিত করার জন্য আরজি পেশ করেন বাজার একজন ভোটার। বিজ্ঞ আদালত ওই আরজি খারিজ করায় যথাসময়ে ভোট অনুষ্ঠিত হয়।