আব্দুল্লাহ আল মামুন, নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি শেষ হওয়া চলতি বছরে পবিত্র হজে ১৩০টির বেশি দেশ থেকে ১৬ লাখ৭৩ হাজার ২৩০ জন হজযাত্রী সৌদি আরবে আগমন করেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ বিপুল সংখ্যকহাজির সেবা উন্নত করতে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছিল এবং এটিকে এখন পর্যন্ত সৌদিআরবের ইতিহাসে সবচেয়ে প্রযুক্তিনির্ভরও আন্তর্জাতিকভাবে সমন্বিত হজ বলে ঘোষণা করা হয়েছে।
সৌদি আরব ২০২৫ সালের হজকে নিরাপদ ও সমৃদ্ধ করতে উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক সমন্বয় এবং নজিরবিহীন ভিড় ব্যবস্থাপনাব্যবস্থা গ্রহণ করেছে জানিয়েছেন হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী ড. আল-হাসান বিনইয়াহইয়া আল-মানাখরা।
তিনি বলেন, সৌদি আরব গর্বের সঙ্গে জানাচ্ছে যে, আমরা ১৩০টির বেশি দেশ থেকে আগত ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জনহাজিকে স্বাগত জানিয়েছি। এটি আমাদের জন্য গৌরবের বিষয় ও পবিত্র দায়িত্বের অংশ।
তিনি বলেন, নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে সরকার, বেসরকারি ও স্বেচ্ছাসেবী খাতে আড়াই লাখের বেশি কর্মীনিয়োজিত ছিল।
এ বছর চালু হওয়া প্রযুক্তির মধ্যে ছিল:-
১.ডিজিটাল ইমিগ্রেশন চেক ব্যবস্থা ।
২.এআই-চালিত ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা।
৩.পরিধেয় স্বাস্থ্য পর্যবেক্ষণ ডিভাইস ব্যবস্থা ।
৪.ড্রোন দিয়ে জরুরি সাহায্য পৌঁছানোর ব্যবস্থা ।
৫.উষ্ণতা পর্যবেক্ষণ ডিভাইস ব্যবস্থা ।
৬.ভয়েস অ্যাক্টিভেটেড অনুবাদক ব্যবস্থা ।
৭.স্মার্ট ব্রেসলেট ও রোবট গাইড ব্যবস্থা এসব প্রযুক্তি হাজিদের সহায়তায় সার্বক্ষণিক কাজ করেছে ।
আল-মানাখরা বলেন, আমরা মসজিদুল হারামের ইতিহাসে সবচেয়ে বড় সম্প্রসারণ করেছি এবং হাজিদের সফরের প্রতিটিপর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার করেছি।