
আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়নের চরচারতলা গ্রামের খানঁ মোহাম্মদ সরকার বাড়ীর মৃত আব্দুল গণি মিয়া সাহেবের ছোট ছেলে আশুগঞ্জ উপজেলার বিশিষ্ট মুরুব্বি,শালিসকারক, সমাজ সেবকএবং আশুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিষ্ঠাতা কমান্ডারজাতির শ্রেষ্ঠসন্তান,স্বাধীনতা যুদ্বে যার.অপরিসীম অবদান রযেছে তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আমিরুল হক (ছোট্রু মিয়া) । সেই বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আমিরুল হক (ছোট্ট মিয়া) রবিবার রাত ৩:৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করেছেন।
ইন্না-লিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজিউন”। মরহুমের জানাজার নামাজ আগামীকাল সোমবার১১ মার্চ বাদ-আছর চরচারতলা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা (সাইলো গেইট সংলগ্ন) মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উক্ত জানাযা নামাজে শরীক হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার জন্য তার পরিবারের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আমিরুল হক(ছোট্টু মিয়া)’র পরিবারের পক্ষ থেকে দেশবাসীসহ সকলের নিকট দোয়া প্রার্থী হয়েছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আমিরুল হকের(ছোট্টু মিয়া)কে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মোকাম দান করেন। তার মৃত্যুতে জাতি হারাল স্বাধীনতা যুদ্বের একজন সাহসী সৈনিককে। তার এ মৃত্যুতে যেন সমস্ত বাঙ্গালীর হৃদয়ে শোকের ছায়া নেমে এসেছে। বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আমিরুল হক (ছোট্টু মিয়া)’র মৃত্যুতে গভীর শোক ওসমবেদনা প্রকাশ করেছেন মানবতার এমপি আলহাজ্ব মোঃ মঈনুদ্দিন মঈন সহ তার সহকর্মী মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্বা কমান্ড কাউন্সিল আশুগঞ্জ,বিভিন্ন সামাজিক সংগঠন,বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও এলাকার বিভিন্ন লোকজন। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার শোকসন্তপ্ত পরিবারকে শোক সইবার মতো যেন শক্তি দান করেন। জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্বা হাজী মোঃ আমিরুল হক (ছোট্টু মিয়া) মিয়াকে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় চরচারতলা সাইলো সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।