ব্যাপক আয়োজন আর উৎসবমূখর পরিবেশে কালকিনি উপজেলার ৬২নং উত্তর রমজানপুর পাবলিক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে আজ(রবিবার) সকালে বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠোনে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বাদল হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানজিনা আফরোজ রেখার সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইকবাল হোসেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সাংবাদিক আবু সাঈদ হাওলাদার। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এস.এম সালেক।