
ময়মনসিংহের নান্দাইলে চুরি হওয়ার চার ঘন্টার মধ্যে চোরাই গরু উদ্ধার করলো থানা পুলিশ। দ্রুত সময়ের মধ্যে চোরাই গরু উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি আস্থা ফিরে আসছে বলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ এ প্রতিবেদককে জানিয়েছেন। এছাড়া তিনি আরও বলেন, নান্দাইল থেকে মাদক, চুরি, ছিনতাই, জুয়া ও বাল্যবিবাহ মুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন থেকে ওসি’র দরজা সবর্দা জনসাধারনের সেবার জন্য উম্মুক্ত আছে।
জানাগেছে, গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক কৃষকের বাড়ির গোয়াল ঘর থেকে কালো রংয়ের গাভী গরু কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। শুক্রবার সকালে গোয়াল ঘরে গরুটি দেখতে না পেয়ে নান্দাইল মডেল থানায় অভিযোগ করেন। এতে থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মজিদ ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম) এবং অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়ার নির্দেশে থানা এলাকায় একাধিক সোর্স নিয়োগপূর্বক অভিযান পরিচালনা করে অভিযোগের চার ঘন্টার মধ্যেই গরুটি উদ্ধার সহ মঞ্জু মিয়া (২৫)নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মঞ্জুু মিয়া নান্দাইল ইউনিয়নের ভাটিসাভার গ্রামের ফকর উদ্দিনের পুত্র।
নান্দাইল থানাধীন ঝালুয়া সাকিনে ১টি গরু সহ সন্দেহজনকভাবে তাকে গ্রেফতার করলে পরবর্তীতে গরুটি সনাক্ত করা হয় এবং শনিবার (১০ মার্চ) মঞ্জু মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয় চোরাই গরু উদ্ধার হওয়ায় আবু বক্কর সিদ্দিক সহ স্থানীয় এলাকাবাসী পুলিশ প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন সহ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।