
কুড়িগ্রামে ২৫০ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেলসহ ৩ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১০ মার্চ ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো.রুহুল আমীন।
তিনি বলেন, কুড়িগ্রাম জেলার রৌমারী থানার একটি চৌকস টিম গত শনিবার ( ৯ মার্চ) সন্ধ্যায় রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর গ্রাম হতে শেরপুর জেলার শেরপুর থানা এলাকার কুখ্যাত মাদক কারবারি মো.জয়নাল মিয়া (২৫),মো.মামুন মিয়া (৩৫) এবং মো.আব্দুল মালেক (৩৫) নামে তিনজ কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন,গ্রেফতারকৃত ৩ জন মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে