
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬৪নং বাড়ৈগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে সকাল ১০টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাড়ৈগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদক স্বপন রায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সুমাইয়া আক্তার, অনামিকা আখতার খলিলুর রহমান, বাড়ৈগাঁও গ্রামের কৃতিসন্তান জি এম সাজেদ মামুন, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান, সহ-সভাপতি আবির মৃধা, কল্যান সমিতির সভাপতি জোনায়েত হোসেন মাঝি, কল্যান সমিতির সদস্য আবজাল হোসেন, অভিভাবক কমিটির সভাপতি খলিল শেখ , সাধারন সম্পাদক আবুল বাসার, এবং স্থানীয় সমাজ সেবক বিভিন্ন নেত্রী বৃন্দ , সহ প্রান্তন ছাত্রছাত্রী বৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।