বৃহস্পতিবার (২৬ অক্টোবর) আনুমানিক দুপুর ১-১৫ মিনিটে চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের দৌলতখাআবাদ নামক স্থানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময়ে সুতাং নদীর অংশ থেকে বালু উত্তোলন সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করে বালু উত্তোলন করায় মোঃ হাবিব মিয়া মহরম জাহির মিয়া ছেলে মো হাবিব মিয়াকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
১ টি ড্রেজার মেশিন ও আনুমানিক ৭০০০ (সাত হাজার ঘনফুট) বালু জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলার নিবার্হী কর্মকর্তা জনাব সিদ্ধার্থ ভৌমিক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চুনারুঘাট। সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশ এর বিশেষ একটি টিম।