
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা অভিযান ক্লাবের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (০৮ মার্চ) ক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আমিনুল হক সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আজম সোহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং মীরসরাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব এনায়েত হোসেন নয়ন,
মীরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মীরসরাই এসোসিয়েশনের সভাপতি জনাব এস এম আবুল হোসেন,১নং করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু কালাচাঁদ চৌধুরী, ৩ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব শহীদ উল্যাহ,মহিউদ্দিন কিরণ, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রায়হান কাওসার, অভিযান ক্লাবের সম্মানিত ভূমিদাতা জনাব বাবু পরেশ চন্দ্র নাথ, পশ্চিম জোয়ারের বিশিষ্ট দানবীর ও সমাজসেবক জনাব মফিজুর রহমান মিয়া, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, অভিযান ক্লাবের বর্তমান এবং সাবেক কার্যকরি পরিষদের সদস্য বৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এর আগে বহিঃক্রীড়া প্রতিযোগিতায় ছোট ছেলেদের মুক্তা আহরণ, ছোট মেয়েদের বিস্কুট দৌড়, চেয়ার খেলা, অংক প্রতিযোগিতা,সুই-সুতা, স্টাম্প হিটিং,গোল স্কোরিং এবং মোরগের লড়াই,এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে কেরাত প্রতিযোগিতা,দেশাত্মবোধক গান,ইসলামিক সংগীত(গজল) প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি, নৃত্য, ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ সহ ১৭টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও উপহার বিতরণ করা হয়।