প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৪, ১:০৬ পূর্বাহ্ণ
নাইক্ষ্যংছড়ি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় কক্সবাজারকে হারিয়ে নাইক্ষ্যংছড়ি চ্যাম্পিয়ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের পুরাতন বাস ষ্টেশন সংলগ্ন মাঠে হাফেজ আহমদ সওদাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলার পেষ্ঠপোষক আবু তাহের বাহাদুরের সভাপতিত্বে ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।
ঢান ঢন উত্তেজনা কর এ খেলায় কক্সবাজার পাহাড় তলীকে হারিয়ে নাইক্ষ্যংছড়ি আদর্শ গ্রাম চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ান ট্রফি ও পুরষ্কার এবং রানারআপ ট্রফি তুলে দেন।
এতে বিশেষ অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি থানা'র অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান,বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানোওয়ান চাক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেযারম্যান তসলিম ইকবাল চৌধুরী,দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান,নাইক্ষ্যংছড়ি বৃটিশ আমেরিকা টোব্যাকো ডিপো ইনচার্জ, মোহাম্মদ অরিফুর রহমান,নাইক্ষ্যংছড়ি কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি মো: হোসেন, কাঠ ব্যাবসায়ী সাধারণ সম্পাদক জুবাইরুল হক,ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কাঠ ব্যাবসায়ী সমিতির অর্থ সম্পাদক ফাহিম ইকবাল চৌধুরী,উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো: আয়াজ,বিশিষ্ট ব্যাবসায়ী জাকের আহমদ,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল, ইউনিয়ন আওয়ালীগের সহ-সভাপতি আবু তাহের সওদাগর,উপজেলা ওলামালীগের সাধারণ সম্পাদক মৌ: নুরুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,সদস্য আব্দুর রশিদ, সদস্য মো: ইউনুছ। উক্ত খেলার সঞ্চালক ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মো: হোসেন।
পরিচালনা কমিটি সূত্রে জানা যায় গত ১৯ ফেব্রুয়ারী ২০২৪ইং ১১ দলের মধ্যকার এ খেলা শুরু হয়ে আজ সর্বশেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের খেলোয়াড় আশীক।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.